মুরারই ১: রাজগ্রাম পশ্চিম বাজার স্টেশন রোডে যানজটে নাজেহাল স্থানীয়দের, রাস্তা সংকীর্ণর কারণ রোজ লাগে যানজট
রাস্তা সংকীর্ণ,একটি লরি চললে পরে অপরদিক থেকে আসা একটি টোটো পাস করার মত রাস্তায় জায়গা নেই। তার কারণ রাস্তায় লেগেজায় যানজট।আর সেই যানজটে নাজেহাল হতে হয় স্থানীয়দের।রাস্তাটি মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পশ্চিম বাজার স্টেশন রোডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তাটি সংকীর্ণ র কারণ প্রতিদিন যানজটে নাজেহাল হতে হয়।এদিন 30 নভেম্বর রবিবার দুপুরের দিকে সেই যানজটের চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।