আগামী ২৬ তারিখে মেদিনীপুর শহরে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে সংগঠনের তরফ। এই রাজ্য সম্মেলনকে মাথায় রেখে খড়গপুরে শুরু হয়েছে প্রচার। খড়গপুর গ্রামীনে ফ্লেক ফেস্টুন লাগানোর কাজ চলছে সংগঠনের তরফে। আজ বুধবার বিকেল প্রায় পাঁচটে নাগাদ সংগঠনের তরফে জানানো হয়, জোর কদমে চলছে প্রস্তুতি, আগামী ২৬ শে ডিসেম্বর বেলা দুটো সময় প্রকাশ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে উপস্থিত থাকবেন একাধিক নেতৃত্বরা।