সামশেরগঞ্জ: শৈশব থেমে গেল লোহার লাইনে! সামশেরগঞ্জে রেললাইনে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। রবিবার নিমতিতার নতুন শিবনগর এলাকায় খেলতে গিয়ে রেললাইনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল তিন শিশুর। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও এক শিশুকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এই ভয়াবহ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।