জামপুইজলা: নর্থ টাকারজলা হাই স্কুলের গেইট ভেঙে দুষ্কৃতীদের প্রবেশ
নর্থ টাকারজলা হাই স্কুলের গেইট ভেঙে দুষ্কৃতীদের প্রবেশ।জম্পুইজলা বিদ্যালয় পরিদর্শকের অধীন নর্থ টাকারজলা হাই স্কুলের গেইট ভেঙে দুষ্কৃতীকারীরা প্রবেশ করে স্কুলের ভিতর।স্কুলের স্বাফ রুম এবং সিআরসি রুমের যাবতীয় জিনিস পত্র লন্ডভন্ড করে দেয় দুষ্কৃতীকারীরা।রবিবার বিকেলে এলাকার যুবকেরা স্কুল মাঠে খেলতে যায়।