ময়ূরেশ্বর ১: উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে ময়ূরেশ্বরে ত্রাণ সংগ্রহ বিজেপি
উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবার ময়ূরেশ্বরে ত্রাণ সংগ্রহ করতে নামলো বিজেপির সদস্যরা। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীরভূমের ময়ূরেশ্বর এলাকার বিজেপির মণ্ডল সভাপতি সহ বিজেপির একাধিক কর্মীরা ত্রাণ সংগ্রহ করতে হাজির হলো বিভিন্ন দোকান সহ পথ চলতি মানুষের কাছে আর সেই ত্রাণ পৌঁছে দেওয়া হবে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে। আজ সেই চিত্র উঠে এলো আমাদের নিউজ এর ক্যামেরায়।