মেদিনীপুর: পুজোর আগেও জলমগ্ন পশ্চিম মেদিনীপুর,কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য মানুষের দ্রুততার সাথে সাহায্য করছে যা অকল্পনীয়,রফিক
আর মাত্র কটা দিনের অপেক্ষা, এরপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উৎসব। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু সব জায়গাতেই।। চলছে শেষ মুহূর্তের তোড়জোড়, কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কেশপুর সহ বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন। বর্ষা হলেই নতুন করে জল জমা শুরু হয় জেলায়। অনেক জায়গায় পুজোর মাঠে জল থাকায় এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে প্যান্ডেল তৈরির কাজই শুরু করতে পারেননি উদ্যোক্তারা। এমনই আবহাওয়া কেন্দ্র সরকারকেই দোষ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মোহ: রফিক।