ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুর ২৬ নম্বর ওয়ার্ড এবিএল মোড়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো, কমল কানন চায়ের আড্ডার রক্তদান শিবির
দুর্গাপুর ২৬ নম্বর ওয়ার্ড এবিএল মোড়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো, কমল কানন চায়ের আড্ডার রক্তদান শিবির উদ্যোক্তারা শনিবার রাত আটটায় জানালেন চায়ের আড্ডায় যেসব সদস্যরা থাকে সেই সীমা বদ্ধই রইল না এই রক্তদান শিবির পরিবারের লোকেরাও এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান দিচ্ছে। সংগীতের সাথে সাথে চলল রক্তদান আনন্দে মুখরিত হয়ে উঠল এলাকা