ধূপগুড়ি: গয়েরকাটা চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধার করল বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা, এলাকায় চাঞ্চল্য
গয়েরকাটাচা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধার করল বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা । এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানিয়েছেন, আজ সকালে গয়েরকাটা চা বাগানের ২১ নম্বর সেকশনে চিতাবাঘটির দেহ মেলে। তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। চিতাবাঘের দেহটি ময়নাতদন্তের জন্য লাটাগুড়িতে পাঠানো হচ্ছে। রেঞ্জার বলেন, এলাকা থেকে খবর পেয়ে আজ সকালে ওই বাগানে গিয়ে পূর্ণবয়স্ক ওই চিতাবাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।