আজ শনিবার রাত ৮টার দিকে বীরভূম জেলার সাঁইথিয়া শহরের বাগডাঙ্গা মোড়ে পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জনগণ প্রতিবাদে একত্রিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহ-সভাপতি কৃষ্ণকান্ত সাহা, জেলা সম্পাদক বিশ্বজিৎ সাহা, মণ্ডল সভাপতি সুরুজিৎ মণ্ডল সহ অঞ্চলের বুথ স্তরের সকল নেতৃবৃন্দ।