হরিহরপাড়া: হরিহরপাড়ায় নবনিযুক্ত ব্লক সভাপতিদের মেগা সংবর্ধনা, উদ্যোগ বিধায়ক নিয়ামত শেখের
হরিহরপাড়ায় নবনিযুক্ত ব্লক সভাপতিদের মেগা সংবর্ধনা, উদ্যোগ বিধায়ক নিয়ামত শেখের হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে নবনিযুক্ত ব্লক সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায়। হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই মেগা সংবর্ধনার আয়োজন করা হয়। নতুন নেতৃত্বের মধ্যে ছিলেন— জসিমউদ্দিন সেখ (ব্লক তৃণমূল সভাপতি) পুনরায় যুব তৃণমূল সভাপতি জিল্লার রহমান আব্দুস সামাদ (INTTUC সভাপতি) আরদোসা বেগম (মহিলা সভানেত্রী) বিধায়ক নিয়ামত শেখ সহ