বর্ধমান ১: শিয়ালের আতঙ্ক,এবার সোনাপলাশি,কুড়মুন,বলগনা সহ একাধিক গ্রামের বাসীদের সতর্ক করতে লাগানো হলো সচেতনতা মূলক ফ্লেক্স
জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসেছে শিয়াল, আতঙ্কে ধান কাটতে যেতে ভয় পাচছেন কৃষকরা। ইতিমধ্যে বনদপ্তর এর পক্ষ থেকে করা হয় মাইকিং। এবার গ্রামবাসীদের সতর্ক করতে গ্রাম জুড়ে লাগানো হলো সচেতনতা মূলক ফ্লেক্স। শিয়াল দেখলে কিভাবে সতর্ক থাকবেন সেই সম্পর্কে সচেতন করা হয় গ্রামবাসীদের। পাশাপাশি গ্রাম জুড়ে সতর্কতামূলক ফ্লেক্স লাগানো হয়। এমনকি গ্রাম্য এলাকায় গাড়ি নিয়ে গেলে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয় বাইক আরোহীদের।