পুঞ্চা: লেপুডি কালী মন্দিরের সামনে পথ দুর্ঘটনায় আহত দুই
Puncha, Purulia | Oct 21, 2025 পথ দূর্ঘটনায় আহত দুই ব্যাক্তি।মঙ্গলবার বিকেল ৫.৩০ টা নাগাদ পথ দূর্ঘটনাটি ঘটে পুঞ্চা ব্লকের কেন্দা থানার অন্তর্ভুক্ত লেপুডি কালিমন্দিরের সামনে।জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে নিজেরাই বাইক থেকে পড়ে যায়। আহত ব্যাক্তিদের নাম কমল মাহাতো ও জলধর মাহাতো।পরবর্তীকালে আহতদের উদ্ধার করে কেন্দা থানার পুলিশ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।