নানুর: দোকান থেকে বীজ ধান কিনে চাষ করে বিড়ম্বনায় নানুরে এক কৃষক!
নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ধান থেকে উপযুক্ত শীষই বের হয়নি। পরিবর্তে এক এক-একটি থোড় থেকে দু-তিনটি করে অপরিণত শীষ বের হচ্ছে। বিঘা তিনেক জমিতে ধান চাষ করে রীতিমতো মাথায় হাত নানুরের মুইতিন গ্রামের নীলোৎপল মণ্ডলের।আজ অর্থাৎ মঙ্গলবার তিনি জানান, ৭৫ টাকা কেজি হিসেবে ১০ কেজি বীজধান কিনে এনেছিলেন দোকান থেকে। তিন বিঘা জমির একই হাল।এদিকে কৃষকের জমির এই অবস্থা দেখে হতবাক গ্রামের অন্য চাষীরাও। এই ঘটনায় চিন্তায় তারাও।আশুতোষ পাল,উৎপল মণ্ডল,পরিমল মণ্ডলরা বলেন।