রানিতলা থানার দিয়াড়পাড়া গ্রামে জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায়। অভিযোগ, জমির মাপজোক করতে আসা আমিনের নির্দেশ অমান্য করে মোরসালিম শেখ, রশি উদ্দিন শেখ ও সামিউল শেখ নিজেদের মতো ইট বসানোর চেষ্টা করেন। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বচসা। হঠাৎ পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। অভিযোগ, খোরশেদ শেখ, সাজিবুল শেখ, রাহিমা বিবি ও আরও এক শিশুকে লক্ষ্য করে শুরু হয় এলোপাথাড়ি ইটবৃষ্টি। বেধড়ক মারধরে রোকসানা বিবিসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের দ