আলিপুরদুয়ার ১: বুধবার রাতে আলিপুরদুয়ারে এসে পৌঁছালেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানের ভারতী
বুধবার রাত সাড়ে আটটা নাগাদ আলিপুরদুয়ার এসে পৌঁচ্ছলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ দুজন। এদিন ডেপুটি নির্বাচন কমিশনার আসার দরুন প্রশাসনিক কর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তাদের কে স্বাগত জানান জেলাশাসক আর বিমলা।আগামীকাল ১০ টায় আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বৈঠক রয়েছে।বৈঠক শেষে এই প্রতিনিধি দল এস আই আর পর্যবেক্ষন করতে ফিল্ড ভিজিট করবেন বলে জানা গেছে।