জয়পুর: জয়পুর চটিপাড়া ২ নম্বর সংসদে রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করা হলো।
Jaipur, Purulia | Nov 15, 2025 পুরুলিয়া জেলা পরিষদের তহবিল থেকে ৫ লক্ষ্য টাকা ব্যয়ে জয়পুর ব্লকের জয়পুর চটিপাড়া ২ নম্বর সংসদে ঢালাই রাস্তা কাজের শুভ সূচনা করা হলো। সূচনা করলেন জেলা পরিষদের কর্মদক্ষ নীলাঞ্জনা পট্টনায়েক চ্যাটার্জী, উপস্থিত বিশিষ্ট সময় শিবির দিব্যজ্যোতি সিংহ দেও,সুবল রায় ভান্ডারী দীপক হালদার রুবেল আনসারী প্রমূখ।