সাব্রুম: নীলাঘড় চা বাগানের শ্রমিক বঞ্চনা সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানালো শ্রমিকরা
সাব্রুম মহকুমার অন্তর্গত ছোটখিল এলাকার অর্ধশতবর্ষ প্রাচীন লীলাগড় চা বাগান আজ গভীর সংকটের মুখোমুখি। একদা সুনামের সঙ্গে পরিচালিত এই চা বাগান এখন দুঃশাসন, দুর্নীতি এবং কর্তাব্যক্তিদের নির্মমতার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে। শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ আজ অনিশ্চিত, আর বাগানের ঐতিহ্য ধ্বংসের পথে। বিগত সময়ে লীলাগড় চা বাগান শ্রমিকদের জন্য ছিল নিরাপত্তার প্রতীক। অসুস্থ হলে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হতো, শ্রমিকদের ভাঙা ঘর মেরামতের দায়িত্ব নিত সমিতি।