ধৃতের নাম বলাই দাস। ভাতার থানার বলগনা গ্রামে তার বাড়ি। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বগলনা মোড়ের কাছে দাঁড়িয়েছিল বলাই। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। তল্লাশিতে তার কাছে থাকা দু’টি প্লাস্টিকের জার থেকে ২০ লিটার চোলাই উদ্ধার হয় বলে পুলিশের দাবি। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তকারী অফিসারের কাছে সপ্তাহে দু’দিন হাজিরার শর্তে ধৃতের জামিন হয়।