বিনপুর ২: শিলদাতে বিশ্ব এইডস দিবস পালন, উপস্থিত শিলদা অঞ্চলের প্রধান
আজ বিশ্ব এইডস দিবস। HIV সংক্রমণ রুখতে সচেতনতা প্রচারের লক্ষ্যে নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। ১৯৯৮ সালের পয়লা ডিসেম্বর দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই উপলক্ষে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিনপুর 2 ব্লকের শিলদাতে সোসাইটি অফ পিপিল লিভিং উইথ HIV এইডস এর উদ্যোগে একাধিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন শিলদা অঞ্চলের প্রধান সম্পিতা মল্লিক মন্ডল বিশিষ্ট সমাজসেবী মানস মন্ডল, কমল শীট সহ অন্যান্যরা।