মুরারই ২: পাইকর ষষ্ঠী তলায় 15 ফুটের তান্ত্রিক কালী ঠাকুরের শেষ মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি
বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের। পাইকর ষষ্ঠী তলায় আজ রাত্রিতে কালী পুজো উপলক্ষে 15 ফুটের তান্ত্রিক কালী ঠাকুরের বিশেষ পুজোপাঠ করা হবে।তার আগে পাইকর ষষ্ঠী তলায় 15 ফুটের তান্ত্রিক কালী ঠাকুরের চলছে জোড় কদমে প্রস্তুতি। আজ 20 অক্টোবর সোমবার আনুমানিক সকালের দিকে পাইকর ষষ্ঠী তলার ১৫ ফুটের তান্ত্রিক কালী ঠাকুরের সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।