সাব্রুম: শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভ জন্মমহোৎসব সাব্রুমের দমদমা সৎসঙ্গ বিহারে অনুষ্ঠিত হয়
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভ জন্মমহোৎসব আজ সাব্রুমের দমদমা সৎসঙ্গ বিহারে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাতে অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।আজ ১৬ সেপ্টেম্বর ব্রাহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিক ও নহবত দিয়ে উৎসবের সুচনা হয়।বিনীত প্রার্থনা, নামজপ,সঙ্গিতায়ন, বড়মার পুজো, ভজন কীর্তন, ভান্ডারপ্রসাদ বিতরন করা হয়।আজকের অনুষ্ঠান নিয়ে সৎসঙ্গ মন্দিরের উৎসব কমিটির সভাপতি মরন দেবনাথ বিস্তারিত জানান।