ঝাড়গ্রাম জেলা আই.এন.টি.টি.ইউ.সির উদ্যোগে জেলা জুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পনেরো বছরের প্রচার কর্মসূচি। জেলার সমস্ত ব্লকেই সুসজ্জিত টোটোর মাধ্যমে এই প্রচার অভিযান চলছে বলে জানা গেছে। রবিবার সকালে ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের চন্দ্রী এলাকায় এই প্রচার কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির ঝাড়গ্রাম জেলা সভাপতি মহাশীষ মাহাতো, সংগঠনের ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক সভাপতি অমিত শ্রীবাস্তব সহ অন্যান্যরা।