হবিবপুর: কেন্দপুকুরে SIR বৈঠক, তারপরই বিজয়োৎসব মিছিল BJP-র উপস্থিত সাংসদ,বিধায়ক
হবিবপুর বিধানসভার প্রত্যেক মন্ডলের নেতৃত্বদের উপস্থিতিতে SIR নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু ও হবিবপুর বিধানসভার বিধায়ক জোয়েল মুর্মু। শুক্রবার বিকেলে কেন্দপুকুর বিজেপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।পাশাপাশি বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত হয়ে বিজয়োল্লাসে মাতলেন বিজেপি নেতাকর্মীরা। গেরুয়া আবীর উড়িয়ে, বিজেপি কর্মীদের মধ্যে গেরুয়া আবির লাগিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে এবং লাড্ডু বিলি করে।