কোচবিহার ১: মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো রাসযাত্রার অধিবাস
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হলো রাস যাত্রার পুজোর অধিবাস। আগামীকাল পূজার পসার ভাঙ্গা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৫:০০ টায়। তারপরেই শুরু হবে পুজারম্ভ এবং বুধবার সন্ধ্যা ছয়টা 35 মিনিটে রাস চক্র ঘুরিয়ে এ বছরের রাসমেলা শুভ সূচনা করবেন জেলাশাসক তথা দেবত্র ট্রাষ্ট বোর্ডের সভাপতি রাজু মিশ্র। মদনমোহনের রাস যাত্রা ঘিরে মঙ্গলবার সন্ধ্যা থেকেই সাজো সাজো রথ মন্দির চত্বরে। রংবেরঙের গেদা ফুল দিয়ে ও বিভিন্ন আলোয় সেজে উঠেছে মদনমোহন মন্দির কি জানাচ্ছেন