ওন্দা: তৃণমূলের জন্মটা দিয়েছে বিজেপি, ওন্দায় বললেন ওন্দার বিজেপির বিধায়ক
Onda, Bankura | Sep 14, 2025 আজ ওন্দা 2 নম্বর মন্ডল সভাপতির উদ্যোগে পাত্রহাটি তে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেই পথ সভায় শাসক দলকে উদ্দেশ্য করে ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন তৃণমূলের জন্মটা দিয়েছে বিজেপি অটল বিহারি বাজপাই।