কালচিনি: গারোপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হল এক যুবক
কালচিনি ব্লকের গারোপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হল এক যুবক। মঙ্গলবার রাত নটা নাগাদ আহত ওই যুবককে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হল চিকিৎসার জন্য। জানা গেছে যুবকটি বাইকে করে কালচিনি থেকে রাজাভাতখাওয়া দিকে যাচ্ছিল, গারোপাড়া এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ যুবকটি বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা যুবককে উদ্ধার করে কালচিনির উত্তর লতা বাড়ি গ্রামীন হাসপাতালে পাঠায়। বর্তমানে তার চিকিৎসা চলছে।