বর্ধমান ১: বীরভূম জেলার পারুই থানার কুরমিতা গ্রামের বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূর মৃতের নাম প্রতিমা রুইদাস (২৪)
বীরভূম জেলার পারুই থানার কুরমিতা গ্রামের বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূর। মৃতের নাম প্রতিমা রুইদাস (২৪) মৃত গৃহবধূর মা জানিয়েছেন তার স্বামীর সঙ্গে অপর এক মহিলার সম্পর্ক গড়ে ওঠে যার কারণে তার সঙ্গে ঝগড়া অশান্তি হয় এবং গতকাল শুক্রবার সে বিষপান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে পরিবারের লোকজন তাকে সিয়ান হাসপাতালে ভর্তি করে সেখান থেকে রেফার করে Bmch নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন আজ শনিবার সকাল ১০ঃ৩০ মিনিটে তার মৃত্যু হয়।