কালচিনি: জয়ন্তী গ্রামকেও প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ গ্রহণ করলো বনদপ্তর ও জয়ন্তী টুরিস্ট গাইড ইউনিয়ন
কালচিনি ব্লকের জয়ন্তী গ্রামকেও প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ গ্রহণ করলো বনদপ্তর ও জয়ন্তী টুরিস্ট গাইড ইউনিয়নের সদস্য ওচালকেরা। জয়ন্তী গ্রামের বিভিন্ন প্রান্তে পরে থাকা প্লাস্টিক, আবর্জনা সংগ্রহ করেন তারা। পাশাপাশি, এই অভিযানকে শুধু একদিনে সীমাবদ্ধ না রেখে প্রতি দু সপ্তাহ অন্তর অন্তর তা চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। জয়ন্তী রেঞ্জের রেঞ্জার, স্থানীয় জিপসি চালকদের থেকে শুরু করে গাইড সকলে মিলেই গ্রামের যত্রতত্র পরে থাকা প্লাস্টিক, আবর্জনা সংগ্রহ করে।