সন্দেশখালি ১: ক্ষতিগ্রস্ত পাথরঘাটা এলাকা পরিদর্শন করলেন বিধায়ক ও বিডিও
কয়েক মিনিটের টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত সন্দেশখালি এক নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকার শতাধিক বাড়ি। বৃহস্পতিবার বিকেলে মাত্র কয়েক ঘন্টার ঝড়ে বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি প্রচুর গাছ উপড়ে গিয়েছে। বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কাজ চলছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে।