বান্দোয়ান: বান্দোয়ান থানায় আদিবাসী কুড়মী সমাজের ডেপুটেশন কর্মসূচি
রাতের অন্ধকারে আদিবাসী কুড়মী সমাজের কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি সহ ছয় দফা দাবিতে বান্দোয়ান থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী কুড়মী সমাজ। বুধবার সন্ধ্যা ৬ টা থেকে ডেপুটেশন কর্মসূচি শুরু হয়। এছাড়াও তাদের দাবির মধ্যে ছিল কর্মীদের উপর বিরূপ মন্তব্য থেকে বিরত থাকা,বেআইনি মদ তৈরি ও বিক্রি বন্ধ করতে হবে। উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মী সমাজের বান্দোয়ান ব্লক সংগঠনের সদস্যরা।