ইংরেজবাজার: জোত গোপাল এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে আটক ১৫ জন! প্রতিবাদে ইংলিশ বাজার থানায় বিক্ষোভ গ্রামবাসীদের
কালীপুজো উপলক্ষে ইংরেজবাজারের জোতগোপাল গ্রামে বসেছিল মেলা। আর সেই মেলাতেই চলছিল জুয়ার আসর। মঙ্গলবার রাত তিনটা নাগাদ খবর পেয়ে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ। আটক করে ওই গ্রামের ১৫ জন গ্রামবাসীকে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ভাঙচুর করে সেই জুয়ার ঠেক। গ্রামবাসীরা বাধা দিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনায় বুধবার সকালে ইংরেজবাজার থানার সামনে বিক্ষোভ দেখান জোতগোপাল গ্রামের বাসিন্দারা।