মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কাটনা গ্রামে নিহত CRPF জওয়ানের পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন আহমেদ, উপপ্রধান নিশান বাগদি, বিশিষ্ট সমাজসেবী আবু বাক্কার সহ একাধিক জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে, ছুটিতে বাড়ি এসে বন্ধুর বাড়ি যাওয়ার পথে মঙ্গলবার রাতেই কান্দি থানার মনোহরপুর এলাকায় সরকারী বাসের ধাক্কায় প্রাণ হারান সেনা জওয়ান সৈদুল মল্লিক। তিনি মেঘালয়ে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।