মাথাভাঙা ২: ঘোকসাডাঙ্গা থানাপাড়া কালী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত জি বাংলা খ্যাত শিল্পী ঋজু-রাজু
মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা থানাপাড়া কালী পুজো কমিটির উদ্যোগে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন জি বাংলা খ্যাত ডান্স বাংলা ডান্স চ্যাম্পিয়ন ঋজু-রাজু।এদিন তাদের নিত্য দেখতে ভিড় উপচে পড়ে অনুষ্ঠান চত্বরে। আয়োজক কমিটির সদস্যরা জানান গতকালকেও ত্রিপুরা থেকে আগত মেঘ বালিকা মহিলা ব্যান্ডের অনুষ্ঠানে মেতে উঠেছিল ঘোকসাডাঙ্গাবাসী।