সদ্য ঘোষিত হয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামা অঞ্চল তৃণমূলের নতুন কমিটি। ঐ কমিটিতে চেলিয়ামা অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়েছে দ্বিজপদ বাউরিকে,সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ভোলানাথ ব্যানার্জী,বাবলু বাউরি,ও আনন্দ মাহাতকে।এই অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি করা হয়েছে জয়দেব মজুমদার সহ সভাপতি করা হয়েছে যীশু বাগতী ও বিক্রম বাউরিকে।মঙ্গলবার দুপুরে নব মনোনীত পদাধিকারীগণ ও নব মনোনীত জেলা কমিটির সেক্রেটারী ও অন্যান্যদের সম্বর্ধনা জানানো হয়।