চাকদা: মহালয়ার সকালে চাকদার গঙ্গার ঘাট গুলিতে তর্পণ করতে মানুষের উপচে পড়া ভিড়,রাসমণি ঘাটে জলে ডুবে মৃত্যু তর্পণ করতে আসা যুবকের
Chakdah, Nadia | Sep 21, 2025 মহালয়ার সকালে যখন চাকদার গঙ্গার ঘাট গুলিতে তর্পণ করতে সনাতনী হিন্দুদের উপচে পড়া ভিড়, তখন তর্পণ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। প্রসঙ্গত প্রত্যেক বছর মহালয়ার সকালে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনার সময়কালে পিতৃ পুরুষ কে জল দিতে গঙ্গার ঘাট গুলিতে হিন্দু ধর্মের মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতন। রবিবার মহালয়ার সকালেও চাকদার ঘাট গুলিতে সেই ছবিই ধরা পড়ে আমাদের ক্যামেরায়। আর তারই মাঝে রাসমণি ঘাটে তর্পণ করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের।