কৈলাশহর: কৈলাসহর চন্ডিপুর আক্তাপাড়া এলাকার গৃহবধূকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে
স্বামীর নাম অমরেশ দাস। প্রায় সময় সে তার স্ত্রী, চম্পা দাসকে মারপিট চালায় কারণে অকারনে, গতকাল মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে, ওই মহিলার মাথায় পাঁচটি সেলাই লাগে।