তেহট্ট ২: পলাশীপাড়ায় মদ্যপান করিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করল পলাশীপাড়া থানার পুলিশ
পলাশীপাড়া থানার রাধানগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করল পলাশীপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ১৪ বছরের ১ নাবালিকাকে গভীর রাতে মদ্যপান করায় রাধানগর পশ্চিমপাড়ার সৌমেন প্রামানিক। এরপর ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় সৌমেন পরামানিক ধর্ষণ করে বলে পলাশীপাড়া থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকার মা। এই ঘটনায় বুধবার সৌমেন প্রামানিককে গ্রেফতার করে পলাশীপাড়া থানার পুলিশ, তার বিরুদ্ধে পকসো আইনে মামলার রযু করা হয়েছে।