কুমারঘাট: ফটিকরায় থানার অধীনে কালীবাড়ি টিলা এলাকার একটি বাড়িতে দুঃসাহসিক চুরি কান্ড সংঘটিত হয়
দশমীর রাত্রিবেলা এই ঘটনাটি ঘটে। ৭০ হাজার টাকা সহ, স্বর্ণালংকার হাতিয়ে নেয় চোরের দল, উনার বাড়ি থেকে ৩০০ মিটার দূরে দুর্গাপূজার আয়োজন ছিল, এত প্রশাসনিক নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই কাণ্ড সংঘটিত হল, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।