বিশালগড়: পৈত্রিক সম্পত্তি নিয়ে ছোট ভাইয়ের হাতে আক্রান্ত বড় ভাই, ঘটনা পশ্চিম লক্ষীবিল লোকনাথ পাড়া এলাকায়
শুক্রবার সকালে পৈত্রিক সম্পত্তি নিয়ে ছোট ভাই রাজীব ভৌমিক তার বড় ভাই প্রদীপ ভৌমিকের উপর আক্রমণ করে এবং বড় ভাইয়ের ঘর ভাঙচুর করে। পরবর্তী সময় আক্রান্ত বড় ভাই প্রদীপ ভৌমিক ছোট ভাই রাজিব ভৌমিকের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে আক্রান্ত বড় ভাই ছোট ভাইয়ের কঠোর শাস্তির দাবি করেন।