দিনহাটা ১: বিষ খেয়ে আত্মহত্যা খালিসা গোসানীমাড়ী এলাকার এক যুবক
বিষ খেয়ে আত্মহত্যা খালিসা গোসানীমাড়ী এলাকার এক যুবক। বুধবার বিকেল তিনটা নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, খালিসা গোসানীমাড়ী এলাকার আকাশ কুমার কির্তনীয়া নামের ২০ বছরের এক যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেন। জানা গেছে ওই যুবক এদিন বাড়ীতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ীর লোকজন দেখতে পেয়ে তাকে আসঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে দিনহাটা