গোপীবল্লভপুর ১: ৭০০ বছরের ঐতিহ্যে ভক্তির আবহ — গিলাকাঁটিয়ায় ঐতিহ্যবাহী রাস উৎসবে উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ নম্বর ব্লকের কেন্দুগাড়ি ৭ নম্বর অঞ্চলের গিলাকাঁটিয়া মদনমোহন জিউ মন্দিরে পালিত হলো প্রায় ৭০০ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। রবিবার রাত্রে অন্তিম দিনে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। শুভক্ষণে উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেন গোপীবল্লভপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ। তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন — “এ উৎসব আমাদের সংস্কৃতি, ভক্তি ও ঐক্যের প্রতীক।