পুরুলিয়া ২: বৌদিকে কুরুচিকর গালিগালাজ দেওয়া ও মারধর করার অভিযোগে গ্রেফতার করা হলো দেওর কে ধৃতকে আজ আদালতে তোলা হল
বৌদিকে কুরুচি কর গালিগালাজ দেওয়া ও মারধর করার অভিযোগে গ্রেফতার করা হলো দেওর কে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানার হের বনা গ্রামে। ধৃতকে আজ দুপুরে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। গতকাল ঘটনাটি ঘটেছে ওই গ্রামেই।