কান্দি: কান্দি তে সিআইটিউ জেলা সন্মেলন! উপস্থিত সুজন চক্রবর্তী
কান্দি তে সিআইটিউ জেলা সন্মেলন! উপস্থিত সুজন চক্রবর্তী শনিবার বিকেলে কান্দি হ্যালিফক্স মাঠে আয়োজিত করা হল সিআইটিউ নবম জেলা সন্মেলন। এই সন্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সিআইটিইউ জিয়াউল আলম। কেন্দ্রে কমিটির সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক জামির মোল্লা। সিআইটিইউ জেলা সম্পাদক জ্যতিরুপ ব্যানার্জি। সুজন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি যারা করতে চেয়েছে তাদের কে আটকে দিয়েছে। পশ্চিমবঙ্গে কৃষকদের ধ্বং