রঘুনাথপুর ২: মৌতড়ের জাগ্রত মা বড়কালীর পুজোতে সকাল থেকেই রেকর্ড সংখ্যায় উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়, লক্ষ লক্ষ মানুষের সমাগম
সোমবার কালীপুজোর সকাল থেকেই পুরুলিয়া জেলার সেরা তথা রাজ্যের অন্যতম রঘুনাথপুর ২নম্বর ব্লকের মৌতড়ের জাগ্রত মা বড়কালীর পুজোতে অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়।এদিন সকালে মৌতড়ের মা বড়কালীর মন্দিরে ভিন রাজ্য ঝাড়খণ্ড বিহার সহ একাধিক রাজ্যের দর্শনার্থীরা মায়ের মন্দিরের অদূরে পুকুরে স্নান করে দন্ডি দিয়ে পুজো দেন। লক্ষ লক্ষ ভক্তের সমাগমকে সামাল দিতে এদিন মন্দির প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।