পুরুলিয়া ১: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বোকারো থেকে গ্রেফতার ১, ধৃতকে কোর্টে পেশ করল পুলিশ
টামনা থানা এলাকার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গতকালকে বোকারোর আসানসোল এলাকা থেকে প্রেম রেওয়ানি বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে টামনা থানার পুলিশ, ধৃতকে এদিন দুপুরে কোর্টে পেস করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য গত ২৩ তারিখ ওই গৃহবধুর তরফ থেকে টামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে প্রেম রেওয়ানির বিরুদ্ধে ,সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।