বাঘমুণ্ডী: পূজার আবহে রাস্তার মোড়ে বাতির ব্যবস্থা করল সুইসা ফাড়ির পুলিশ
পূজার আবহে রাস্তার মোড়ে বাতির ব্যবস্থা করল সুইসা ফাড়ির পুলিশ, দুর্গাপূজাতে সমাজের সমস্ত স্তরের মানুষজন আনন্দ উৎসবে মেতে উঠেছেন। আজ মহা অষ্টমীর পুজোতে অঞ্জলি দিতে বিভিন্ন পূজা মন্ডপে ব্রতিদের ভিড় লক্ষ্য করে গিয়েছে। তবে সেই আবহে বাগমুন্ডির সুইসা ফাড়ির পুলিশের প্রশংসনীয় উদ্যোগ লক্ষ্য করা গেল। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ জানা গিয়েছে বিশেষ করে সুইসা মার্কেট থেকে তুনতুরি, কালিমাটি মোর পর্যন্ত রাস্তার বিভিন্ন মোড়ে বাতির ব্যবস্থা করল পুলিশ। যাতে পথ চলতি মান