খয়রাশোল: সালুঞ্চি কালী মন্দির প্রাঙ্গণে সালুকী গ্রামবাসীদের উদ্যোগে সম্প্রীতি মেলা
বুধবার মনসা ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে দুবরাজপুরে প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই মেলায় এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। অতিথিদের মধ্যে ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার রফিউল হোসেন খাঁন, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে, উপ-পৌরপতি মীর্জা সৌকত আলি।