ভগবানগোলা ২: ভগবানগোলা-২ ব্লকে স্বয়ম্বর গোষ্ঠীর বোর্ড গঠন: নসিপুরে উৎসবের আমেজ
২৬ নভেম্বর, বুধবার—ভগবানগোলা-২ নম্বর ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণ আজ পরিণত হল উৎসবের মঞ্চে। স্বয়ম্বর গোষ্ঠীর বোর্ড গঠনকে কেন্দ্র করে নসিপুর ও আমদাহরা পঞ্চায়েতের সদস্য ও সমর্থকদের ভিড়ে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। বিশেষত নসিপুর পঞ্চায়েতের ‘নসিপুর আসার আলো সংঘ’ গোষ্ঠীর বিজয়ী সদস্যদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বোর্ড ঘোষণার পরেই চারদিকে ছড়িয়ে পড়ে আবিরের রং, বিজয়ীদের মালা পরিয়ে অভিনন্দনে ভরিয়ে তোলেন কর্মীরা। এই আনন্দমুখর পরিবেশেই ঘোষণা করা হয় ১০ সদস্