কাঁকসা: কাঁকসা থানায় পুজো কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দিলেন কাঁকসার IC ও ACP, চেক পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে রাজ্যের পুজো কমিটি গুলিকে অনুদান দেওয়া শুরু করেছেন। যাতে পুজো কমিটি গুলি ভালোভাবে দুর্গাপুজো করতে পারে। সেই মতো এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। যে সমস্ত পূজা কমিটি গুলি অনুদান পাওয়ার যোগ্য। সেই সমস্ত পুজো কমিটি গুলিকে এ বছর এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেইমতো গতকাল থেকে শুরু হয়েছে চেক বিতরণ পর্ব। কাঁকসা থানা থেকে অনুদানের চেক বিতরণ করা হচ্ছে।