বর্ধমান ১: মহিলা ও তাঁর ভাইকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে ৬৬ বছরের ১ বৃদ্ধকে বিসি রোড থেকে গ্রেফতার করলো বর্ধমান পুলিশ
ধৃতের নাম বিবেকানন্দ মোহন্ত। বর্ধমান শহরের ২ নম্বর শ্যামবাজারের গড়গড়াঘাট এলাকায় তার বাড়ি। ঘটনার দিনই শহরের বিসি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়গড়াঘাট এলাকায় ওই মহিলার বাড়ি। বুধবার বেলা ১১টা নাগাদ মহিলাকে মারধর করে অভিযুক্ত। এমনকি তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলার গলা টিপে ধরা হয়। আর্তনাদ শুনে মহিলার ভাই দিদিকে বাঁচাতে আসেন। তাঁকেও মারধর করা হয়। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এলে অভিযুক্ত পালিয়ে যায়।